গাজীপুরে নিহত পুলিশ কর্মকর্তার বাড়িতে পুলিশের ডিআইজি
বি এ রায়হান, গাজীপুর:
হাসপাতাল কর্মীদের মারধরে নিহত মো. আনিসুল করিমের বিষয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, মানসিক সমস্যা হওয়ায়
তাকে প্রথমে সরকারী মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নেয়া হয়েছিল। সেখানে তাদের কাছে পরিবেশ-পরিস্থিতি মানসম্মত মনে না হওয়ায়, ভালোমানের প্রাইভেট হাসপাতালে চিকিৎসার প্রত্যাশায় ওই হাসপাতালে গিয়েছিল। সেখানে নেয়ার পরবর্তীতে বাস্তবতা ভিডিওতে দেখা গেছে, সবাই জানে।
আনিসুল করিমের পদোন্নতি না হওয়াও তার মানসিক সমস্যার একটি কারণ কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভাগীয় কোন কারনে তার মানসিক সমস্যা হয়নি। পদোন্নতি না হওয়ার বিভিন্ন কারণ ছিল। চাকুরীতে পদোন্নতি কারো আগে হয়, কারো পরে হয়, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, আইনী প্রক্রিয়া।
শুক্রবার বিকেলে আনিসুল করিমের বাসায় আসার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি নিহত হওয়া গাজীপুরের কৃতী সন্তান বরিশালের সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজীপুরের বাসায় এসে পরিবারের সদস্যদের বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জানান।
এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম, জিএমপি কমিশনার খন্দকার লুৎফুর কবিরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।